মিজারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ::
৩০শে সেপ্টেম্বর:: মুক্তিযুদ্ধের শহীদ বীর উত্তম নুরুল ইসলামের একমাত্র সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার ব্যক্তিত্ব স্বাধীনতার ৫০ বছরে সেলিম রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচী। কর্মসূচীর অংশ হিসেবে দোয়া মুনাজত এবং অসহায় পথচারী মানুষের জন্য উন্নত খাবার পরিবেশন কার্যক্রম। এ আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিবেন রাজপথে লড়াকু মানবিক সৈনিক সেভ দ্যা স্ট্রীল পিপলসের চেয়ারম্যান মানবাধিকার ব্যক্তিত্ব নবাব সালেহ আহমাদ। আমার শ্রদ্ধাভাজন সমাজসেক, মানবিক ব্যক্তিত্ব মোঃ সেলিম রহমান, পিতা শহীদ সিপাহী নূরুল ইসলাম (রহঃ) বীর উত্তম, মাতা মোছা শামসুন্নাহার বেগম। তিনি তাঁর পিতামাতার একমাত্র সন্তান। ১৯৭১ সাল তাঁর পিতা বিবাহ করেন মুক্তিযুদ্ধের ঠিক ৪/৫ মাস আগে। মুক্তি যোদ্ধের সময় তিনি মায়ের গর্ভে অন্তঃসত্ত্বা ছিলেন। তখন তাঁর পিতা ঢাকা পিলখানায় চাকুরিরত অবস্থায় ছিলেন। ১৩ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি ইপিআর বাহিনীতে । ২৫ শে মার্চ গভীর রাতে পাকহানাদার বাহিনীরা ঢাকা পিলখানা যখন অ্যাটাক করে সমাজসেক, মানবিক ব্যক্তিত্ব মোঃ সেলিম রহমান ভাইয়ের পিতাকে ধরে নিয়ে ফিজিক্যাল মোহাম্মদপুর কলেজে। সেখানেই তাকে নির্মম ভাবে হত্যা করে শহীদ করা হয়। আজও পর্যন্ত তাঁর পিতার কোন লাশ পান নাই, সেইসাথে পিতা হারানো বেদনা বুকে নিয়ে ৩৩ বৎসর ঢাকা বসবাস করছেন সমাজসেক, মানবিক ব্যক্তিত্ব মোঃ সেলিম রহমান। সমাজসেক, মানবিক ব্যক্তিত্ব মোঃ সেলিম রহমানের জন্ম হয়েছিল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলি গ্রামে। আজ বাদ জুম্মা ঢাকার একটি অভিজাত হোটেলে তাঁর জন্মিদন উদযাপিত হবে-সেভ দ্যা স্ট্রীল পিপলস নামের সংস্থার ব্যানারে। এতে উপস্থিত থাকবেন-১. সেভ দ্যা স্ট্রীল পিপলস-এর উপদেষ্টা লায়ন আলহাজ্ব ড. মোজাহাদুল ইসলাম মুজাহিদ, নির্বাহী প্রধান, সেন্টার ফর হিউম্যান রািইট্স মুভমেন্ট, ২. জনাব মনজুর হোসেন ঈসা, চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার সমিতি ৩. সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জনতা লীগ কেন্দ্রীয় কমিটি ৪. সমাজসেবক আরুক মুন্সি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ৫. সেভ দ্যা স্ট্রীল পিপলস এর ভাইস চেয়ারম্যান মনজুর রহমান শান্ত, জাতীয় লেখক ৬. সমাজসেবক ও মানবাধিকার নেতা মোঃ আনোয়ার হোসাইন, ৭. রাজনীতিবিদ ও সমাজসেবক আক্তারুজ্জামান বাবু, সহ-সভাপতি বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটি ৮. রেজাউল করিম সাগর, যুগ্ম মহাসচিব, সেন্টারফর হিউম্যান রাইটস মুভমেন্ট, ৯. হাফিজুর রহমান, সম্পাদক, দৈনিক শুভদিন, ১০. সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব জুলফিকার আলী, ১১.সেভ দ্যা স্ট্রীট পিপলসের ভাইস চেয়ারম্যান মানবাধিকার নেতা আব্দুস শুকুর, ১২. সেভ দ্যা স্ট্রীট পিপলসের ভাইস চেয়ারম্যান মানবাধিকার নেতা আক্তার হোসাইন, ১৩.সেভ দ্যা স্ট্রীট পিপলসের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম ১৪.জনাব বুলবুল আহমেদ, সহ সভাপতি, মুক্তিযুদ্ধ জনতা লীগ, শেরপুর থানা, বগুড়া ১৫.জনাব একরামুল হক, যুবলীগ নেতা, ঝিকরগাছা, যশোরসহ আরো অনেক গুনীজনরা উপস্থিত থাকবেন।
Add Comment