মানবাধিকার

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর হিউমেন রাইট্স মুভমেন্ট’ নরসিংদী জেলা কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তির : সায়েদ আব্দুল্লাহ যীশু

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর হিউমেন রাইট্স মুভমেন্ট’ নরসিংদী জেলা কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ মে ২০২৫, শনিবার, বিকালে নরসিংদীর হেমেন্দ্র সাহার মোড়ে সংস্থার অস্থায়ী কার্যালয় মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে সংস্থার যুগ্ম মহাসচিব রোকনুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং এডভোকেট মোঃ জহিরুল ইসলাম জাভেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রোকনুজ্জামান সরকার (01916 660262), রফিকুল ইসলাম রবি মেম্বার (01721 556079), সিরাজুল ইসলাম সজীব ( 01911 782978), এডভোকেট মোঃ জহিরুল ইসলাম জাভেদ (01711 519901), শাহানাজ পারভীন মিতু (01727 716824), শাম্মী আরা রূপা (01982 485458), খাদিজা আক্তার (01774 749153), আপেল মাহমুদ শিকদার (০১৭১৮ ৫৮৫৭৩৭), মোঃ আনিছুর জামান শরিফ (০১৭৩২ ৯৮৬১২৭), সঞ্জয় কুমার সাহা (০১৮১৭ ৬৩৮৩৪৬), মোহাম্মদ জাকির হোসেন (01814 095432), মোঃ খায়রুজ্জামান সেলিম (০১৭১১ ২৫৯৬৭৫), রিফাত সরকার (০১৭৮৬ ৩৬৬৭৮৫) এবং সায়েদ আব্দুল্লাহ যীশু (সাবেক সভাপতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সিলেট)। সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ‘সেন্টার ফর হিউমেন রাইট্স মুভমেন্ট’ নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়, যা নিম্নরূপ :

 উপদেষ্টা : সাইদুর রহমান রবিন

               রোকনুজ্জামান সরকার

               তাহমিনা আক্তার পিংকী

নিম্নোক্ত কমিটির নাম ও মোবাইল নং

১. সভাপতি : এডভোকেট মোহাম্মদ সুজন ভূঞা (০১৮৯৭ ৯৬০৬৯৯)।

২. সিনিয়র সহ সভাপতি : এডভোকেট সিরাজুল ইসলাম সজীব ( 01911 782978)।

৩. সহ সভাপতি : মোহাম্মদ জাকির হোসেন (01814 095432)।

৪. সহ সভাপতি : সঞ্জয় কুমার সাহা (০১৮১৭ ৬৩৮৩৪৬)।

৫. সাধারণ সম্পাদক : এডভোকেট মোঃ জহিরুল ইসলাম জাভেদ (01711 519901)

৬. যুগ্ম সাধারণ সম্পাদক : সৈয়দ নুরুল কবির বিল্লাল (০১৯৮৯ ০৪৫৩৯৬)।

৭. অর্থ সম্পাদক : মোঃ আনিছুর জামান শরিফ (০১৭৩২ ৯৮৬১২৭)।

৮. সাংগঠনিক সম্পাদক : আপেল মাহমুদ শিকদার (০১৭১৮ ৫৮৫৭৩৭)।

৯. সহ সাংগঠনিক সম্পাদক : মোঃ নাসির উদ্দীন (০১৯৩৩ ৭৮৪৬০১)।

১০. দপ্তর সম্পাদক : রফিকুল ইসলাম রবি মেম্বার (01721 556079)।

১১. আইন সম্পাদক : খাদিজা আক্তার (01774 749153)।

১২. নারী ও শিশু বিষয়ক সম্পাদক : শাম্মী আরা রূপা (01982 485458)।

১৩. প্রচার ও প্রকাশনা সম্পাদক : সায়েদ আব্দুল্লাহ যীশু (01818 822 755)।

১৪. গণস্বাস্থ্য সম্পাদক : শাহানাজ পারভীন মিতু (01727 716824)।

১৫. গ্রন্থাগার সম্পাদক : মোঃ খায়রুজ্জামান সেলিম (০১৭১১ ২৫৯৬৭৫)।

১৬. যুব ও ক্রীড়া সম্পাদক : রিফাত সরকার (০১৭৮৬ ৩৬৬৭৮৫)।

১৭. সমাজকল্যাণ সম্পাদক : সাইফুল ইসলাম ভূঞা (০১৭২৪ ১৯৮৮১৪)।

১৮. সদস্য : ৪জন।

 

খুব শীঘ্রই কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নির্বাহীসহ নরসিংদীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

– – – – – –  –

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১