নবাব সালেহ আহমদ ::
সিএইচআরএম’র একজন রত্নগর্ভা মা নাজমা হোসেন (রঃ) দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানী মতিঝিলের এলিট ভবনের ৫ম তলায় ইজাব ভিটির হল রূমে। এতে সভাপতিত্ব করেন আন্তজাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংস্থার নির্াচিত ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আফরোজা সুলতানা,ভাইস চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান, ইন্টারন্যানাল বিষয়ক সম্পাদাক মোহাম্মদ ইসলাম, সংস্থার মহাসচিব এম.এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমেদ, যুগ্ম মহাসচিব মুনিরুজ্জান বাবু, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন নাঈম, কুমিল্লা জেলা সভাপতি ইঞ্জিনিয়র মোঃ আবুল হাসেম প্রমুখ।
Add Comment