খেলাধূলা

২ রানের জন্য সেঞ্চুরি হলো না মাহমুদউল্লাহর, তবে বাংলাদেশ পেল বড় সংগ্রহ

বাংলাদেশের দলীয় সংগ্রহ নয়, শেষ দিকে আগ্রহের বিষয় হয়ে দাঁড়াল মাহমুদউল্লাহ সেঞ্চুরি পান কিনা। না, শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখা পাননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে তার অনবদ্য ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধরণী ম্যাচে বাংলাদেশ পেয়েছে লড়াই করার মতো বড় পুঁজি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজ নির্ধরণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে সেঞ্চুরির জন্য ৩ রান দরকার ছিল মাহমুদউল্লাহর। ডাবল নিতে গিয়ে রান আউট হন তিনি। তার আগে খেলেন ৯৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৮ রানের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। বাংলাদেশ করতে পারে ৮ উইকেটে ২৪৪ রান।

মাহমুদউল্লাহ যখন ব্যাটে আসেন দল তখন অল্প সময়ে চার উইকেট হারিয়ে প্রবল চাপে। সেখান থেকে অভিজ্ঞতা আর দারুণ ব্যাটিং শৈলীতে দলকে কেবল টেনেই তুললেন না, মিরাজকে সাথে নিয়ে গড়লেন এই মাঠে বাংলাদেশের ১৮৮ বলে ১৪৫ রানের রেকর্ড জুটি।

ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে মিরাজ খেললেন ১১৯ বলে ৪ চারে ৬৬ রানের ইনিংস।

মিরাজ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। তানজিদ-সৌম্যের ওপেনিং জুটি থেকে ৫৩ রান আসার পর ৭২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সেই মাহমুদউল্লাহ-মিরাজ জুটির গল্প।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমাতউল্লাহ ওমারজাই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০