অধিনায়ক হিসেবে ২১টি টেস্ট ম্যাচ ও ৭৬টি ওডিআইতে ভারতকে জিতিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মোট সম্পদের পরিমাণ এবং বার্ষিক বেতন জানলে চমকে উঠবেন আপনি। সৌরভ এমনিতে স্বয়ংসম্পন্ন পরিবারের ছেলে। তাদের পৈতৃক ব্যবসা এনকে গোসাইন অ্যান্ড কোম্পানি রমরমিয়ে চলে। কিন্তু সৌরভ একক ক্ষমতায় ১৬৫ কোটি টাকার সম্পদ করেছেন। ক্রিকেট খেলা থেকে আয়, স্পন্সরদের অর্থ, দাদাগিরি সঞ্চালনার ফি এবং এছাড়াও আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মাসিক বেতন। সভাপতি হিসেবে কত টাকা মাইনে পান সৌরভ জানেন? দু’হাজার উনিশ থেকে বোর্ড সভাপতি তিনি। মাসে মাইনে পান দু’কোটি টাকা।
পুমা এবং ডিটিডিসি থেকে বছরে সৌরভ আয় করেন এক কোটি টাকার মতো। এছাড়াও অন্য বিজ্ঞাপন তো আছেই, খেলা ছাড়ার পরও কার্যত টাকা তাড়া করছে সৌরভকে। টাকার গদিতে বসে আছেন বাংলার মহারাজ।
Add Comment