বাংলাদেশের অভাবনীয় জয়ে খুশির জোয়ার বইছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেটারদের আনন্দের মাত্রা একটু বেশিই। হবেই না কেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় তো চাট্টিখানি কথা নয়! অতীতে এর চাইতে ভালো দল নিয়েও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। মুমিনুলদের এমন সাফল্যে তাই আবেগাপ্লুত, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা।
অসাধারণ জয়ের সাক্ষী হতে পারতেন তামিম-সাকিব। দীর্ঘদিন ধরে টেস্ট দলের বাইরে তামিম। আর সাকিব ব্যক্তিগত কারণে ছুটি নেন সিরিজ থেকে। দলের জয়ের পর এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন।
বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউ জিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউ জিল্যান্ডে গিয়ে নিউ জিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!
সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।
আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়।
মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!
সাকিব টুইট করেন, ‘কী দারুণভাবে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন। আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’ ফেসবুকে মাহমুদুল্লাহ রিয়াদ দলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এক অসাধারণ জয়। মুমিনুল এবং তার দলকে অভিনন্দন। দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানের টুইট, ‘সতীর্থদের অভিনন্দন। কী খুশি নিয়েই না শুরু হলো বছরটা। তোদের নিয়ে গর্ব হচ্ছে। ছন্দ ধরে রাখো।’
আর ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘অবিশ্বাস্য জয় ,নতুন ইতিহাস,নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মোমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর।’







 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment