তামান্না-ই-জিহাদী, স্টাফ রিপোর্টার ::
মানুষ মানুষের জন্য এ বার্তা জানিয়ে খুলনা গর্ব খুলনা জেলার রূপসা থানার পশ্চিম নন্দনপুরেে ঐতিহ্যবাহী গাজী পরিবারের সন্তান দেশখ্যাত আইনজীবী (বাংলাদেশ সুপ্রীম কোর্ট), বহু আইন গ্রন্থের লেখক, মানবিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর সম্মানিত ফেলো সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) সম্মানিত ক্লাব সেক্রেটারী, অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এডভোকেট আলহাজ্ব লায়ন ড. গাজী সিরাজুল ইসলাম, পিএমজেএফ-এর সার্বিক সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩)-এর ব্যবস্থাপনায় ১৯.০৭.২০২১ইং তারিখ সকাল-১১.৩০ মিনিটে রূপসা থানার অধীন পশ্চিম নন্দনপুরস্থিত মোসাব্বারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার তালিকাভূক্ত অসহায়, খেটে খাওয়া মানুষদের জন্য ঈদ সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হবে।
এ সময়ে লায়ন ক্লাবস ডিস্টিক ৩১৫-বি৩ সম্মানিত ডিস্টিক গর্ভনর নাসিম মাহমুদ, পিএমজেএফ-এর প্রতিনিধি লায়নস ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, লায়নস ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) ডিস্টিক চেয়ারপারর্সন, জাতীয় সাংবাদিক ফোরামের মহাসচিব লায়ন কে এম. আসাদুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর নির্বাহী প্রধান লায়ন আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, কিং স্টার লিও ক্লাব সেক্রেটারী লিও ইঞ্জিনিয়র শারমিন সুলতানা, মানবাধিকার নেতা লায়ন মোঃ রেজাউল করিম সাগর প্রমূখ উপস্থিত থাকবেন।
ত্রান বিতরণ কার্যে উপস্থিত থাকবেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব লায়ন মোহাম্মদ মামবুব হাসন। উল্লেখ্য লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) সম্মানিত ক্লাব সেক্রেটারী আলহাজ্ব এডভোকেট আলহাজ্ব লায়ন ড. গাজী সিরাজুল ইসলাম, পিএমজেএফ ভার্চুয়ালী সংযুক্ত থাকবেন।।
খুলনার জেলখানা ফেরীঘাট পার হয়ে ১.৫ কিলো অদূরে সেনবাজার হয়ে পশ্চিম নন্দনপুরস্থিত মোসাব্বারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, রিক্সা, ভ্যান, ইজিবাইক অথবা ব্যক্তিগত বাহনে যাওয়া যায়।
Add Comment