নুসরাত সুলতানা, প্যানেল এডিটর ::
মানতবতার পক্ষে কাজ পাগল সাহসী রাজপথের লড়াকু সৈনিক লায়ন খান আকতারুজ্জামান। এই অদম্য মানব প্রেমী লায়ন ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। দিন-রাত নেই মানুষের কল্যাণে মানুষের জন্য সচেষ্ট মানুষটি-খান এ জামান এন্ড কোং-এর ব্যাবস্থাপনা পরিচালক।
তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য কল্যাণ মুখী সংস্থা, সংগঠন, ক্লাব ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য। 3. আজীবন সদস্য-বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন, 3. আজীবন সদস্য-রেড ক্রিসেন্ট সোসাইটি, 4. আজীবন সদস্য-বাংলাদেশ পরিবেশ আন্দোলন, 5. আজীবন সদস্য-আয়ন আই হাসপাতাল, 6. আজীবন সদস্য-বাংলাদেশ ইন্ডিয়া ফেন্ড শীপ সোসাইটি, 7. আজীবন সদস্য-খুলনা শিশু ফাউন্ডেশন, 8. আজীবন সদস্য-উমেস চন্দ্র পাবলিক লাইব্রেরী সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ মনে করেন-অনন্য ব্যক্তিত্ব এবং সঠিক নেতৃত্বের বিকাশ ঘঠবে।
Add Comment