সারাদেশ

হাজরাপুর দরবারে আওয়ামী প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান

মোঃ ঈসরাফিল হোসেন আকন, স্টাফ রিপোর্টার ::
আজ হাজরাপুর দরবারে আওয়ামী প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান সম্প্রতি হাজরাপুর দরবার শরীফের মরহুমা আহলিয়ার কবর যিয়ারত করার জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান (জাতীয় সংসদ সদস্য) এম.পি সকাল ৯:০০ ঘটিকায় হাজরাপুর দরবার শরীফে আগমন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদারীপুর সম্মিলিত ওলামা পরিষদের উপদেষ্টামন্ডলী, সভাপতি ও সেক্রেটারী সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও আমাদের দরবারের আপনজনরাও উপস্থিত ছিলেন। মরহুমার মাগফেরাতের দোয়া করার পূর্বে হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব বলেন: “জনাব শাজাহান খান একজন উদার মনের মানুষ! এলাকার বহু স্থানে ভালোবাসার টানে তিনি যিয়ারত করতে যান এবং ধর্মীয় কার্যকলাপে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তার মহৎ এই উদ্যোগকে আমরা শ্রদ্ধা জানাই এবং পাশাপাশি তার এই কার্যক্রম যেন শুধু দুনিয়ামুখী হয়ে সীমাবদ্ধ না থাকে; বরং দুনিয়া ও আখিরাতের কল্যানের জন্য সেই কার্যক্রম অব্যাহত থাকে, আমরা সেটাই প্রত্যাশা করি।
পীর সাহেব আরো বলেন: এম.পি সাহেব যেখানেই কবর যিয়ারত করতে যাবেন, সেখানেই স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি আলেম-ওলামাদেরকেও সাথে রাখবেন এবং আপনি আপনার প্রতিনিধিদের মাধ্যমে ওলামাদেরকে উপস্থিত রাখার জন্য অগ্রীম বার্তা দিয়ে রাখবেন।
পীর সাহেবের এই সদুপদেশটি এম.পি সাহেব সাদরে গ্রহন করেন।
এর পরেই পীর সাহেব হুজুর আমার দাদা-দাদী, আম্মা ও সকল মুমীন মুসলমানদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করে মোনাজাত শেষ করেন।
এই দরবারের প্রতি আপনাদের ভালোবাসা, নেক দৃষ্টি ও দোয়া কামনা করছি, আল্লাহ হাফেজ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০