সারাদেশ

সন্ত্রাসীরা পবিত্র দাঁড়ি মোবারক ছিড়েও থামেনি, হুমকী অব্যহত রেখেছে!!!

স্টাফ রিপোর্টার, রামপাল:
সন্ত্রাসীরা পবিত্র দাঁড়ি মোবারক ছিড়েও থামেনি,উপরন্তু সন্ত্রাসীরা হুমকী-ধমকী অব্যহত রেখেছে। সম্প্রতি বাগেরহাট জেলার রামপাল থানার ছায়রাবাদের কুখ্যাত সন্ত্রাসীরা ১নং গৌরম্ভা ইউনিয়নের একই গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম (৪৫) কে সন্ত্রাসীরা একত্রিত হয়ে মারত্মক আক্রমন চালায়। তাঁকে শ্বাসরূদ্ধ করে মেরে ফেলার এক পর্যায়ে তাঁর মুখের পবিত্র দাঁড়ি মোবারক (রাসুলের সুন্নাত) ছিড়ে ফেলে

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হলেও স্থানীয় থানা এ বিষয়ে আমলে নেয়নি। ইতোমধ্যে সন্ত্রাসীদের দাপট বেড়ে গেছে। এ বিষয়ে টাইগার নিউজে খবর প্রকাশ হলে সংবাদদাতাকে সন্ত্রাসীদের পক্ষ থেকে ধমক ও নিউজ করার কারণে দেখে নেওয়ারও হুমকী দেওয়া হয়েছে। থানায় আমলে না নেওয়ায় বাগেরহাট আদালতে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০