জাতীয়

‘লকডাউনের’ প্রথম দিন রাজধানীতে গ্রেপ্তার ৪০৩

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানীতে ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা কারণে তারা সড়কে বের হয়েছিলেন বলে পুলিশের তরফে বলা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বিধি-নিষেধ অমান্য করে বাইরে আসার কারণে ভ্রামমাণ আদালত ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করেছে। আর বিনা কারণে গাড়ি নিয়ে বের হওয়ায় ৪৪১টি গাড়ির বিরুদ্ধে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ওদিকে রাজধানীর অলি-গলিতেও পুলিশ টহল দিচ্ছে। বিধি-নিষেধের প্রথম দিনে রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা অনেকটা কম দেখা গেছে। পাড়া মহল্লার দোকান-পাটও খুব একটা খুলতে দেয়া যায়নি। সড়কে রিকশার পরিমাণও ছিল কম।

তবে ঢাকার বাইরে থেকে আসা যাত্রীদের রিকশা বা ভ্যানে করে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায়।।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১