স্টাফ রিপোর্টার, ইসরাত সুলতানা বেহেস্তী :
সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সাবেক বিচারপতি মো: আরায়েশ উদ্দিন, সিএইচআরএম রত্নাগর্ভা সোফিয়া বেগম ও তাঁদের পরিবারের জন্য বর্ণি-ছায়রাবাদ খানকা-ই-সিদ্দিকীয়া মসজিদে পক্ষ থেকে দিনব্যাপী কোরআন খানি, দোয়া-দরুদ শেষে বাদ মাগরিব খাঁচ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হল।
দোয়া মুনাজাত পরিচালনা করেন খানকা-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স-এর প্রধান মুহতামিম আলহাজ্ব হাফেজ কাজী মো: খাইরুল ইসলাম এবং পরিচালক সূফী আলহাজ্ব কাজী মো: হেমায়েতুল ইসলাম, দ্বীনি প্রতিষ্ঠানের সদস্য ও মুসল্লীগণ অংশগ্রহণ করেন।অত্র দোয়া মাহফিলে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কর্মীগণ অংশগ্রহণ করেন। সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব ডঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ ঢাকার কাকরাইলস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের অন্যান্য মানবাধিকার কর্মীদের নিয়ে এ মোনাজাতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য-মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট এর প্রধান উপদেষ্টা বিচারপতি আরায়েশ উদ্দিন স্যার হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন এবং গুরুতর অসুস্থ হন। পিতা-মাতার সহ পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন সংস্থার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ডঃ মোহাম্মদ জিয়াউর রহমান ও কথা সাহিত্যিক মোনালিসা মুন্নি। খানকা-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স-এর অন্যতম পৃষ্ঠপোষক আলহাজ্ব ড. গাজী সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় অদ্যকার এ দোয়া মুনাজত অনুষ্টিত হল।







							
							
							
							
							
							
							
							
							
							
							
							

							
							
							
							
			
			
			
			
			

Add Comment