বিজেপির সাংসদ সংঘমিত্রা মৌর্য আগেই লোকসভা স্পিকারের কাছে চিঠি লিখে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের পদত্যাগ অথবা সংসদ পদ থেকে বরখাস্তের দাবি করেছেন। এবার একই সুরে সুর মেলালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলেন, সংসদকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন নুসরাত জাহান। সিঁদুর পরে ঘুরে বেড়িয়েছেন। সহবাস সঙ্গীকে স্বামী বলে পরিচয় দিয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত ফেক বিয়ের নেমন্তন্ন খাইয়েছেন। নুসরাতের উচিত এখনই পদত্যাগ করা বা স্পিকার এর উচিত নুসরাতের সংসদ পদ বাতিল করা। বিজেপি নেতাদের কথা শুনে বুঝতে অসুবিধা নেই যে, নুসরাত জাহানকে নিয়ে ঝড় উঠবে সংসদের বাদল অধিবেশনে। তৃণমূল সাংসদ নুসরাত জাহানের অবশ্য এই সব বিষয় নিয়ে ভ্রূক্ষেপ নেই।
তিনি এই সমুদ্রে জলকেলি করছেন তো ওই ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের প্রান্তরে। আর সোশ্যাল মিডিয়ায় দ্ব্যর্থমূলক পোস্ট করে অযথা বিতর্কের সৃষ্টি করে চলেছেন।
Add Comment