ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র বলেন, মেয়র হিসেবে গত সাড়ে চার বছর ঢাকাবাসীর পাশে ছিলাম। আমার জন্য ঢাকাবাসী, দেশবাসীর দোয়া চাই। আজ আমার কঠিন সময়। এই সময় আমি যেন কামিয়াব (সফল) হই, সে জন্য আপনাদের দোয়া প্রয়োজন। সাঈদ খোকন বলেন, ঢাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম। আমি মেয়র হিসেবে অনেক কিছু করেছি। আরও কিছু কাজ বাকি আছে। আমি কর্তব্য পালনে কখনো অবহেলা করিনি। এই কঠিন সময়ে আপনাদের পাশে চাই।
আগামী ৫ বছর আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। ঢাকা মহনগরী উত্তর ও দক্ষিণে দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৮শে এপ্রিল প্রথম নির্বাচনে জিতে দক্ষিণ সিটির মেয়র হন সাঈদ খোকন। আগামী ৩০শে জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোট হবে। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজি সেলিম। দক্ষিণে ফজলে নূর তাপস মনোনয়নপত্র কেনায় নতুন হিসাব শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে এখন প্রার্থীদের দলীয় ফোরামে নিজেদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে। দলীয় সূত্র জানিয়েছে, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন ফরম কিনতে পারেন। উত্তরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক দলীয় মনোনয়ন কিনবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। তিনি মনোনয়ন চাইলে উত্তরেও বর্তমান মেয়র মনোনয়ন নিয়ে দলীয় চ্যালেঞ্জে পড়তে পারেন। আজ মনোনয়ন ফরম কেনার শেষ দিন। গতকাল পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ৭ জন মনোনয়ন ফরম কিনেছেন। অন্যদিকে দুই সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে ৮০৯ জন দলীয় সমর্খন পেতে ফরম কিনেছেন।
Add Comment