বাগেরহাট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৭নং আসন।
সীমানা
বাগেরহাট-৩ আসনটি বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
বাগেরহাট-৩ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল।










Add Comment