স্টাফ রিপোর্টার
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলা ও অগ্নিসংযোগ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে জাপা কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলা অনেকটা পুড়ে গেছে। পরে পুলিশ জলকামান নিয়ে এসে কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণ করে।
এর আগে বিকালে শাহবাগে ‘জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা’সহ তিনদফা দাবিতে অনুষ্ঠিত সংহতি সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষ করে সন্ধ্যা ৭টার দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে অগ্রসর হয়। তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। অগ্নিকাণ্ডের ফলে কার্যালয়ের ভেতরে থাকা বইপত্র, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়ে। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ জলকামান দিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। পরে পৌনে ৮টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। রমনা থানার সামনে পর্যন্ত গিয়ে মিছিলটি আবার ফিরে আসে।







 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment