ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, সরকার যদি সত্যিই অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবর্তন করতে চায় তাহলে তা শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত। যিনি ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারতে রাখা হচ্ছে? তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওই কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের ২০২৪ সালের বিপ্লবকে গ্রহণ করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসসম্পর্ক রক্ষায় কাজ করা। তিনি আরও বলেছেন, আমাদের দেশে একজন বাংলাদেশি আছেন, যিনি এখানে থেকে নানা ধরণের বিবৃতি দিচ্ছেন এবং সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে মালদা ও মুর্শিদাবাদের বাংলাভাষী দরিদ্র ভারতীয়দেরকে নো ম্যানস আইল্যান্ডে পাঠানো হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা তা যাচাই করা ছাড়াই। ওয়াইসি বলেছেন, বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যাচ্ছে তাই নয় কি? এ থেকে বোঝা যায় কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে। তিনি প্রশ্ন তোলেন, পুলিশকে কে দায়িত্ব দিয়েছে মানুষগুলোকে বন্দি শিবিরে রাখার? সবাই এখানে পাহারাদার হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, বিহারে স্পেশাল রিভিশন (এসআইআর) প্রক্রিয়া চলমান। এর মাধ্যমে ভোটের তালিকা থেকে বৈধ নাগরিকরা বিশেষ করে ভারতীয়রা বাদ পড়ছেন। যদি এসআইআর বাস্তবায়ন হয় এবং বৈধ ভোটারদের নাম এতে যুক্ত না হয় তাহলে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে। বিহারে এর আগের নির্বাচনে তার নিজের দলের এ অভিজ্ঞতা হয়েছে বলে জানান আসাদউদ্দিন ওয়াইসি।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বললেন আসাদউদ্দিন ওয়াইসি
3 weeks ago 3 weeks ago
0 Views
2 Min Read

Add Comment