নবাব সাহেল আহমদ ::
সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের শীর্ষনেতাসহ সিলেটের সচেতন নাগরিক সমাজ। তারা বলছেন, সারাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, সিলেট তখন বৈষম্যের স্বীকার । বিগত দুই দশকে সিলেটে নেই কোনো দৃশ্যমান উন্নয়ন প্রকল্প। ২০২১ সালে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শুরুর পর সিলেটবাসী সড়কপথে যাতায়াতে ভোগান্তি কমার স্বপ্ন দেখেছিল। কিন্তু ঘটেছে ঠিক বিপরীত। দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় যানজটে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।
‘সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ’ ঢাকা, সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের উন্নয়ন-বাস্তবায়ন সহযোগী একটি সমাজিক সংগঠন। এই সংগঠনটি দীর্ঘদিন যাবত সাধারণ জনগণকে সম্পৃক্ত করে জনসেবায় সরকারের হাতকে শক্তিশালী করার কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সিলেট বিভাগের পর্যটন খাত, চা-শিল্প, খনিজসম্পদ, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘদিন যাবৎ যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় কয়েক লক্ষ লোক বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল দেশসহ মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। বাংলাদেশের মোট ৬৫% বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে সিলেট বিভাগের প্রবাসী জনগণ। এতে করে বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্পের কার্যক্রম, আমদানি ও রপ্তানির কাজ সুচারুভাবে সমাপ্ত করা সম্ভব হচ্ছে। প্রবাসীরা যখন বাংলাদেশে এসে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যাওয়া-আসা করছে তখন বিভিন্নভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছে। ঢাকা হতে সড়কপথে সিলেট যেতে প্রায় ১২/১৮ ঘণ্টা সময় লেগে যায়। বিশেষ করে (১) রূপসী হইতে কাঁচপুর ব্রিজ (২) বারৈচাবাজার (৩) আশুগঞ্জ হইতে বিশ্বরোড মোড় ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নিত্যদিন যানজট লেগেই থাকে। এতে এলাকাবসী ও পর্যটকদের চলাফেরায় মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ৬ লেনের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা এবং যানজট নিরসন করা সিলেটবাসীর সময়ের অপরিহার্য দাবি।
মানব বন্ধনে বক্তারা উক্ত সমস্যাগুলি আশুনিরসনকল্পে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।
মানবন্ধনে হবিগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী-সহ-সভাপতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, আকবর হোসেন মঞ্জু-সহসভাপতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, এ এফ এম সাইফুদ্দিন শফিক-বিশিষ্ট সমাজসেবক ও নির্বাহী সদস্য সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, কুতুব উদ্দিন সোহেল-সাধারণ সম্পাদক সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, সাইদুল হক চৌধুরী-যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, ইন্তেসার আহমেদ চৌধুরী-যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, রেসাদ আহমেদ চৌধুরী-আহ্বায়ক মানববন্ধন বাস্তবায়ন কমিটি সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শাহীন আহমেদ খান-আমীর জামায়াতে ইসলাম বাংলাদেশ পল্টন থানা, মাহবুবুল আলম মালু-বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠক, আনোয়ার হোসেন শিপলু-সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, এশতাকুর রহমান-অর্থ সম্পাদক সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, অধ্যাপক রাকিব খান-সাধারণ সম্পাদক বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, তানজিল মোক্তাদির রাফী-প্রচার সম্পাদক মৌলভীবাজার সমিতি ঢাকা, নবাব সালেহ আহমেদ-দপ্তর সম্পাদক, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, মোঃ আব্দুস সালাম-কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ সারোয়ার খান ফারুক-পরিবেশ বিষয়ক সম্পাদক, মানবাধিকার কর্ নবাব সাহেল আহমদ, মোঃ এনামুল হক-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, এড. তাজুল ইসলাম, সায়েম আহমেদ, এনামুল হক, ইমরান আহমেদ, এস এম সুয়েদুজ্জামান কামালী, লোকেশ রঞ্জন তালুকদার, আহমেদ রিয়াজ, বুরহানউদ্দিন, নেওয়াজ চৌধুরী, জমসেদ আলী, মোঃ খালেদ আহম্মদ, বেলাল আহমদ, আজিকুল হক খালেদ, মোঃ রফিকুল আলম, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার আঃ মজিদ, মোঃ সজল আমিন প্রমুখ।
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

Add Comment