জাতীয়

শ্রমিক দিবসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইচআরএম)-এর আলোচনা সভা অনুষ্ঠিত

নবার সালেহ ::

১ মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইচআরএম)–ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ শাখার উদ্যোগে মতিঝিলস্থ কার্যালয়ে শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম কামরুজ্জামান । সংস্থার প্রধান নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন মহাসচিব সাংবাদিক মোঃ মিজানুর রহমান । লড়াকু মানবাধিকার কর্মী নবাব সালেহ আহমদ এর উপস্থাপনায় প্রধান অতিথি  বলেন, “শ্রমিকদের অধিকারকে শুধুমাত্র একটি শ্রেণির দাবি হিসেবে না দেখে তা মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। একজন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি বুঝিয়ে দেওয়ার শিক্ষা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) দিয়ে গেছেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমেদ, মতিঝিল শাখার সভাপতি জনাব মজ্নুর আলম, মোহাম্মদুর থানার ভাইস হচয়ারম্যান লায়লাতুন নুর মোসা , সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার শিকদার মুরাদ, মোঃ জাকির হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম কমারী ও পরিচালক জনাব সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিশেয় অতিথি তার বক্তৃতায় বলেন- শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁরা বলেন, মানবাধিকার রক্ষার কার্যক্রমে শ্রমজীবী মানুষদের অধিকার নিশ্চিত করাটাই সবচেয়ে বড় মানবতা।

সভার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম কামরুজ্জামান বলেন-আসুন আমাদের প্রত্যেক ব্যক্তিগত কর্ম-ত্যাগকে সংস্থার নামে ব্যয় করি।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১