শীর্ষ সংবাদ

বিনিয়োগ পরিকল্পনা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো

ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত। দুর্ঘটনাও কখনো বলে-কয়ে আসে না। অনিশ্চিত ভবিষ্যৎকে ভালো সুরক্ষা দিতে পারে বিমা। বিমা হতে পারে আপনার জন্য অন্যতম বিনিয়োগের খাতও। জীবনবিমা নিজের জীবনের এবং পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। বিমাগ্রহীতা প্রতি মাসে অল্প অল্প প্রিমিয়াম দিয়ে দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন পেতে পারেন।

 

করদাতারা বিমা প্রিমিয়াম হিসেবে যে টাকা দিয়েছেন, তার ওপর কর রেয়াত দাবি করতে পারেন। তাই করদাতারা বিমা করলে বেশি রিটার্ন পেয়ে থাকেন। আইনগতভাবে কর দায় কমানোর সহজ উপায় হচ্ছে বিনিয়োগের ওপর কর রেয়াত দাবি করা। তবে সব খাতে বিনিয়োগ করে কর রেয়াত দাবি করা যায় না। শুধু আয়কর আইনে যে বিনিয়োগ খাতগুলো সম্পর্কে বলা আছে, কেবল সেই খাতগুলোতে বিনিয়োগ করে কর রেয়াত পাওয়া যাবে। এ ক্ষেত্রে জীবনবিমা একটি ভালো বিনিয়োগ খাত। এ খাতে বিনিয়োগ করে কর রেয়াত দাবি করা যায়।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১