ব্যবসা বানিজ্য

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের পরিসর আরও বিস্তৃত

মেটলাইফ বাংলাদেশের মোবাইল অ্যাপ ‘ওয়ান বাই মেটলাইফ’ (আগে থ্রিসিক্সটি হেলথ অ্যাপ নামে পরিচিত) বাংলাদেশে প্রথমবারের মতো আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব এই তিনটি ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহারকারীরা এখন আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা উপভোগ করার সুযোগ পাবেন। ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি ইতোমধ্যে ১৩ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি যে কেউ ব্যবহার করতে পারেন। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ইন্টারনেট ব্যবহার করছেন। ফলে ‘ওয়ান বাই মেটলাইফ’ একাধিক প্ল্যাটফর্মে চলে আসায় এটি আরও বেশিসংখ্যক মানুষের কাছে স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধসংক্রান্ত তথ্য ও আর্থিক পরিকল্পনার বিষয়গুলো পৌঁছে দিতে সক্ষম হবে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০