শীর্ষ সংবাদ

ঘুষ দিতে অস্বীকৃতি ট্রাক চালক এর ওপর নির্যাতন

সরেজমিনে মোহাম্মদ কাওসার হোসেন, স্টাফ রিপোর্টার :: ঘুষ দিতে অস্বীকৃতি ট্রাক চালক এর ওপর নির্যাতন। সরকারের দেওয়া লাঠি আর পোশাকের ক্ষমতা অনেক , সেটি বাঙালিরা সবাই ভালো করেই জানেন । পোশাক আর লাঠির ক্ষমতায় রাতের বেলা একজন হয়ে যায় রাস্তার ডন তেমনি একজন আনসার সদস্য মমিন ।১৭ই সেপ্টেম্বর বুধবার রাত ৯:৪৫ নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর ব্রীজের নিচে এক ট্রাক চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় তার উপর শারীরিকভাবে নির্যাতন করা হয় । ঘটনাস্থলে দেখা যায় আনসার বাহিনী সদস্য মোমেন ট্রাকচালককে বারবার আঘাত করতে চওড়া হচ্ছে। সাংবাদিকের পরিচয় দেওয়ার পর তিনি আনসার সদস্য বলে পরিচয় দেন এবং তিনি কাঁচপুর ব্রিজের হাইওয়ে নিরাপত্তার দায়িত্বে আছেন বলে জানান ।
ট্রাকচালক দাবি করেন দায়িত্বে থাকা আনসার সদস্য মোমেন তার কাছ থেকে চা-পানি কথা বলে ঘুষ দাবি করেন এবং তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার ট্রাকে লাঠি দিয়ে আঘাত করেন। আনসার সদস্য মোমিনকে তার সিনিয়র অফিসার এর কথা জিজ্ঞেস করায় সাংবাদিকের ওপর চড়াও হয়ে পড়েন। এবং ভিডিও ধারণকানীন পাশে জমে থাকা বৃষ্টির পানিতে মুঠোফোনটি ফেলে দেন এবং এক আক্রমনাত্মক রূপ ধারণ করেন। এইভাবে রাস্তা রাতের অন্ধকারে গরীব অসহায় মানুষের কাছ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চা-পানি খাওয়ার জন্য মমিন এর মত হাজারো লাঠি ওয়ালারা । এরকম হাজার হাজার সেক্টরে প্রতিদিন চলছে ঘুষ দুর্নীতি বাণিজ্য। যা চলে আসছে আমাদের বাপ-দাদা থেকেই এবং তারও আগে থেকে। যেখানে উন্নত দেশগুলি সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে সেখানে আমরা অনেক পিছিয়ে । আর এটি শুধু আমাদের দেশ-সরকারকে দায়ী করলেই হবেনা আমরা জাতিগত ঘুষ দেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে, অন্যথায় পূর্বপুরুষের মত ভবিষ্যৎ প্রজন্মরাও মোমেন মত লাঠি ওয়ালাদের চা-পানি খাইয়ে তৃপ্ত করতে পারবেনা‌ এর সাথে সাথে সরকারকে হতে হবে দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের উপর কঠোর।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০