লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি? কত আসনে জিতবে এনডিএ? ঘোষণা করে দিলেন মোদী
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এনডিএ জোট কত আসন পাবে, কত আসনে বিজেপি জয়ী হবে, তা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিকে, কংগ্রেসকে তীব্র আক্রমণ অন্য দিকে, বিজেপি সরকারের আমলে উন্নয়নের খতিয়ান দিয়ে মোদীর মন্তব্য, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।’’
সোমবার লোকসভায় জবাবি ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে ধারাবাহিক আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কখনও নেহরু জমানাকে দুষেছেন, কখনও ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন। হাত শিবিরকে কটাক্ষ করে মোদীর মন্তব্য, ‘‘ আপনাদের এই দীর্ঘ দিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই… আপনারা যে ভাবে বহু দশক ধরে এখানে (সরকারে) বসেছিলেন, একই ভাবে আপনারা সেখানে (বিরোধী দলে) বসার সংকল্প করেছেন… জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।’’ শুধু তাই নয়, এর পর আগামী লোকসভা ভোটে বিজেপি কয়টি আসন পাবে তা-ও জানিয়ে দিয়েছেন মোদী। তাঁর ভবিষ্যদ্বাণী, ‘‘ আমি দেশের মেজাজ দেখে বলছি, এনডিএ তো ৪০০ পার করবে। আর ভারতীয় জনতা পার্টিকে ৩৭০ সিট অবশ্যই দেবেন জনগণ।’’ দু’বার ওই কথা বলার পর মোদীর সংযোজন, ‘‘হমারা তিসরা কার্যকাল বহত বড়া ফয়সেলো কা হোগা’ (আমাদের তৃতীয় কার্যকাল অনেক বড় ফয়সলা নেবে)। লালকেল্লা, রামমন্দির উদ্বোধনের সময় বলেছি, দেশকে হাজার বছর সমৃদ্ধির শিখরে দেখতে চাই। তৃতীয় কার্যকালে সেই হাজার বছরের মজবুতির কাজ হবে। ভারতবাসীর প্রতি আমার অপার ভরসা।’’
Add Comment