এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
এ যেন এক আবেগঘন মুহূর্ত! মা ফিরে পেয়েছে তাঁর মানিকছেড়া ধন আর বাবা তার সন্তানকে৷ দুবাইয়ে আটকে থাকা যুবক ভান্ডারিয়ার শামীম অবশেষে আজ ৭মে সকালে পৌঁছেছেন নিজ বাড়িতে, যার খোঁজ নিতে এসেছে পাড়া প্রতিবেশী অনেকেই।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে গিয়ে দালালের খপ্পরে পরেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূল্লা ইউনিয়নের দারুলহুদা গ্রামের আবদুল হাই সরদারের ছেলে শামীম হোসাইন।
সেখানে মুক্তিপণের দাবিতে তার প্রতি চলে অমানবিক নির্যাতন। সে ঘটনার বর্ননা দিয়ে গত ১ মে বাঁচার আকুতি জানিয়ে একটি ভিডিও পাঠায় শামীম। সেই ভিডিও দেখে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম তাকে উদ্ধার করে ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন । যা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই অঞ্চলের মানুষের কাছে।
শামীমকে দেশে ফিরিয়ে আনায় মিরাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শামীমের পরিবার এবং এলাকাবাসী।
শামীম হোসাইন দেশে ফিরলেও ঝনের বোঝার চিন্তার ছাপ তার চোখে মুখে। সমাজের বৃত্তবানরাই পারেন আবারও তার মুখে হাসি ফুটতে।
Add Comment