মানবাধিকার

সিএইচআরএম-এর নির্বাহী প্রধান পেলেন শ্রেষ্ঠ মানবাধিকার ব্যক্তিত্বের পদক

হুমায়রা আহমেদ ঐশি, স্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-সিএইচআরএম-এর নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ডক্টর মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ-কে মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ মানবাধিকার ব্যক্তিত্বের পদক প্রদান করল ‘‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইট্স’’

অদ্য ১০ অক্টোবর ২০২২, সোমবার রাজধানী ঢাকার কাকরাইলস্থি ডিপ্লোমা ইন্সিটিটিউট ভিআইপি মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। সুধী সমাজের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, বাংলাদেশ প্রানি বিজ্ঞান সিমিতির প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম, দৈনিক নবচেতনার সম্পাদক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন, দুই বাংলার অন্যতম কবি আব্দুল খালেক কবিরত্ন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমতির প্রেসিডেন্ট সোহানুর রহমান সোহান।

সাবেক উপ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক লায়ন সালাম মাহমুদ। অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে ২১জন খ্যাতিমান ব্যক্তিবর্গকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন নিউজ, বাংলা টিভি একাত্তর, সিনে বাজ।।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১