টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকালে সিনহার মাকে টেলিফোনে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী, বলেন তার প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।

সিনহার পরিবারকে আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অপর দিকে খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার।
গত ৩১ জুলাই রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা।
পুলিশের গুলিতে সাবেক মেজর নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম শুরু।।
Add Comment