স্বাস্থ্য ও জন সচেতনা

মানবদেহে প্রথম কৃত্রিম হৃদপিণ্ড স্থাপনে বাংলাদেশের অসামান্য সাফল্য

সুমাইয়া আকতার, রিপোর্টার

৪২ বছর বয়সী এক নারীর কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন করেছেন একদল চিকিৎসক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (এলভ্যাড) স্থাপন করেন চিকিৎসক দল।

প্রায় চার ঘণ্টা সফল অস্ত্রপ্রচার শেষে হার্টমেট-৩ নামক একটি ‘মেকানিক্যাল হার্ট’ রোগীর হৃদপিণ্ডের বাম নিলয়ে স্থাপন করা এবং তার পুরো হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় । সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের চিকিৎসাসেবায় নতুন এ সফলতা অর্জন করে আলোচনায় এসেছেন তারা। এর মাধ্যমে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা হয়েছে।

তারা আশা করছেন, কৃত্রিম হৃদপিণ্ড স্থাপনের মাধ্যমে রোগীর মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে এবং হার্ট ফেইলিওরের লক্ষণগুলোর উন্নতি হবে।

কৃত্রিম হৃদপিণ্ড স্থাপনে সফল হওয়ার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘদিন ধরে শেষ পর্যায়ের হৃদপিণ্ডের নানা জটিলতায় ভুগছিলেন এই নারী। দেশেবিদেশে নানা জায়গায় চিকিৎসার পরেও তার হৃদপিণ্ড প্রায় অকার্যকর হয়ে পড়ছিলো। উন্নত বিশ্বে হৃদপিণ্ড প্রতিস্থাপনের একমাত্র চিকিৎসা আরেকটি সুস্থ হৃদপিণ্ড প্রতিস্থাপন করা।

তবে যদি সুস্থ হৃদপিণ্ড পাওয়া না যায় এবং হার্টের অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে তবে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা এলভ্যাড স্থাপন করা হয়। এতে রোগীর হৃদপিণ্ড কিছুটা বিশ্রাম পায় এবং রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১