শীর্ষ সংবাদ

অপহরণের পর লাশ নয় !!

স্টাফ রিপোর্টার ::
গত ১৫.০৩.২০২০ ইং তারিখে শরিয়াতপুর জেলার নড়িয়া থানার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের স্কুল ছাত্রী পপি আক্তার (১৫) কে সকাল ৯.৩০ বিদ্যালয় যাবার সময় অপহরণ করে। অপহরণের সাড়ে ৩ মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ অপহরণকারী সন্ত্রাসীগণকে আইনে আওতায় এনে গ্রেফতার করছে না। উপরন্তু পুলিশ অপহরণকারী আসামীদের মদদ দিচ্ছে এবং বাদীপক্ষের কাছে টাকা দাবী করছে!! এদিকে অপহৃত পপি আক্তারের ইটালী প্রবাসী পিতার অন্তরে আগুন জ¦লছে, মায়ের বুক ফাটা কান্না আর ধামছে না!! অপরদিকে মামলা তুলে নিতে অপহরণকারী সন্ত্রাসীদের অব্যহত জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে যাচ্ছে!! মা-বাবার প্রশ্ন-না জানি অমাদের কন্যা পপি আক্তার আদৌ বেঁচে আছে কিনা বা বৈশ্বিক মহামারী করোনায় কোথায় কিভাবে আছে!!!

উল্লেখ্য অপহৃত পপি আক্তারের মা জোসনা বেগম স্বাক্ষী ও তথ্য প্রমাণসহ অপহরণের বিষয়ে মামলা করার জন্য স্থানীয় নড়িয়া থানায় যায়। কিন্তু অদৃশ্য ইশারায় নড়িয়া থানা মামলা গ্রহণ করে নাই। অসহায় জোসনা বেগম কন্যা হারানোর ব্যাথায় ব্যর্থিত হয়ে বাড়ী ফিরে আসেন, পরদিন ১৬.০৩.২০২০ইং তারিখে শরিয়তপুর জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের দায়রা জজ (ভারপ্রাপ্ত বিচারক) আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-০৩) এর ১৮ ধারা মোতাবেক তদন্ত পূর্বক ফৌজদারী কার্য বিধির ১৭৩ ধারা মোতাবেক স্থানীয় নড়িয়া থানাকে মামলা গ্রহণের নির্দ্দেশ প্রদান করেন। আদেশ নং-০১, তারিখ ঃ ২২.০৩.২০২০। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের দায়রা জজ (ভারপ্রাপ্ত বিচারক) মাননীয় বিচারক প্রশান্ত কুমার বিশ^াসের আদেশ মোতাবেক নড়িয়া থানায় একটি অপহরণ মামলা রুজু ্রহয়, যার নং-১২/০৩, তারিখ: ২২.০৩.২০২০ইং ।

সংগত কারণে অপহৃত স্কুল ছাত্রী পপি আক্তারকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবীতে আগামীকাল ৩০ জুন ২০২০ইং রোজ মঙ্গলবার সকাল-১০.০০টায় তোপখানাস্থিত জাতীয় প্রেস ক্লাবের সম্মূখে প্রতীকী মানব বন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তব্য দিবেন অপহৃত পপি আক্তারের মা জোৎনা আক্তার, অন্যান্যদের মধ্যে আইআরআরএইচএফ-এর চেয়ারম্যান, মানবাধিকার বক্তিত্ব আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, টাইগার নিউজের সম্পাদক ইঞ্জিনিয়র এ.কে.এম কামরুজ্জামান, কলম সৈনিক লীগের চেয়ারম্যান সাংবাদিক নুরুজ্জামান সান্টু, সিএইচআরএমের মহাসচিব আব্দুল শামীম সেরনিয়াবাত, আইআরআরএইচএফ নেতা পরিবেশবাদী, মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ নাজির হোসেন, নারীনেত্রী সিএইচআরএম ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, রাজপথের লডাকু মানবিক সৈনিক নিবেদিত মানবাধিকার কর্মী নবাব সালেহ আহমেদ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন লাভলু, মোঃ আমজাদ হোসেন, মোঃ মোজাম্মেল হক নাঈম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হোসেন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক চাষী. সাংবাদিক রাজিয়া সুলতানা স্মৃতি, মানবাধিকার নেতা মুনিরুজ্জামান বাবু, সিএইচআরমের নির্বাচিত আইটি সম্পাদক মোঃ ঈসরাফিল হোসেন, সমাজকমর্ী জিসান সেলিম, নারীনেত্রী আঞ্জুমান আরা তন্নী, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সৈয়দ নেছার আহমেদ, কামরুজ্জামান প্রমূখ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১