ব্যবসা বানিজ্য

ভাণ্ডারিয়া উপজেলার পৌর এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

এম এফ এইচ রাজু
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৌর এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. বখতিয়ার শরীফ কে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ৷ আটককৃত মাদক কারবারি বখতিয়ার শরীফ ভান্ডারিয়া উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদের শরীফের পুত্র৷
শুক্রবার (২৩ জুলাই) রাত দেড়টার দিকে তাকে আটক করেন ভান্ডারিয়া থানার এস আই মো. সিদ্দিকুর রহমান, তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪-৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়, এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বখতিয়ার হোসেনকে আটক করা হয় এবং আটককৃতের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়৷
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত বখতিয়ার শরীফ একজন নিয়মিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে, এর আগেও একটি অস্ত্র মামলায় তিনি ১৪ বছর সাজা ভোগ করে বের হয়েছে৷ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, এ ছাড়াও এর তিন দিন আগে আটককৃত মাদক ব্যবসায়ীর ছেলে রাকিব শরীফ (২৩) কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১