ইসরাত সুলতানা বেহেস্তী, স্টাফ রির্পোটার :
আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট খুলনা বিভাগের ব্যবস্থাপনায় ইয়াতিম ছাত্র-ছাত্রীদের পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করল ২০-০৭-২০২১ইং তারিখ বিকাল ৫.৩০ মিনিটে।
খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল থানার বর্ণি-ছায়রাবাদ খানকা-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স ইয়াতিমখানার বিচারপতি আরায়েশ উদ্দিন হলরূমে স্থানীয় ২০জন ইয়াতিম ছাত্র-ছাত্রীদের পরিবারকে ঈদ সামগ্রী প্রদান কালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ড. মো: মোজাহেদুল ইসলাম মুজাহিদ। এতে প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিট্যাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতাররুজ্জামান, এমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর খুলনা বিভাগীয় প্রধান আলহাজ্ব এডভোকেট শেখ মো: আমীর হামজা, নারী উদ্যোক্তা লায়ন মাহমুদা আক্তার ডলি, মাস্টার আবুল কালাম মল্লিক, মানবাধিকার নেতা লায়ন মো: রেজাউল করিম সাগর, আলহাজ্ব হাফেজ কাজী মো: খাইরুল ইসলাম, সমাজসেবক মো: সাহেব আলী, মো: নজরুল ইসলাম, মানবিক নেতা মুন্সি আব্দুল ওয়াদুদ, লিও ইঞ্জিনিয়র শারমিন সুলতানা রূমা, মো:হাবিবুর রহমান, সহ অনেকে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপস্থিত ইয়াতিম পরিবারকে ফুড ব্যাগ উপহার প্রদান করার পর ইয়াতিম পরিবার ও মুসল্লীদের নিয়ে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। উল্লেখ্য সারাদিন ব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
দোয়া মুনাজতে মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান উপদেষ্টা বিচারপতি আরায়েশ উদ্দিন, ড. এস গোলাম মোহাম্মদ-এর স্ত্রী মরহুমা আকতার জাহান, ডক্টর গাজী সিরাজুল ইসলামের পিতা-মাতাসহ দেশ-জাতির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন-খানকা সিদ্দিকিয়া কমপ্লেক্সের পরিচালক কাজী শাহসুফী মো: হেমায়েতুল ইসলাম।
Add Comment