শীর্ষ সংবাদ

৫০০ শত হতদরিদ্র ছিন্নমূল বাচ্চাদের ঈদের জামা বিতরণ করেন  লায়ন্স ক্লাব অফ কক্সবাজার 

 অনলাইন ডেস্ক,

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ  চারিদিকে যখন করোনা ভাইরাস এর আক্রমণে সবাই আতঙ্কগ্রস্ত, সামান্য খাবার কিংবা আয়ের পথ খুঁজতে সবাই চিন্তিত। এমন দুঃসময় কক্সবাজার শহরের হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের জামা বিতরণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার লায়ন্স ক্লাব। পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক হতদরিদ্র, ছিন্নমূল এবং এতিম বাচ্চাদের ঈদের আনন্দ উদযাপনে  পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট এবং ফ্রক সহ নতুন জামা বিতরণ করেছে কক্সবাজার লায়ন্স ক্লাব। গেল

৩০শে এপ্রিল বিকাল তিনটায় আয়োজিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের ৩০ এরও বেশি লায়ন সদস্য। চীফ অ্যাডভাইজার লায়ন নুরুল আক্তার এবং অ্যাডভাইজার লায়ন অ্যাড. একরামুল হুদা এর উপস্থিতিতে উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারম্যান; লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সাহেদ সালাউদ্দিন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রোগ্রাম সেক্রেটারি লায়ন মোঃ সরওয়ার রোমন।
প্রোগ্রামকে আরোও অলংকৃত করেছেন
লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর প্রতিষ্ঠাতা লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ। এছাড়াও অর্গানাইজিং কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ; লায়ন মোঃ রিদুয়ান, লায়ন হুমায়ুন কবির এবং লায়ন ইফতেখার চৌধুরী। অর্গানাইজিং কমিটির ট্রেজারার লায়ন মিজানুল করিম, ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন সামাদ সুজন চৌধুরী এবং ক্লাব ট্রেজারার, লায়ন সাইফুল আলম চৌধুরী, বোর্ড অফ ডিরেক্টরস লায়ন মোঃ আব্দুল্লাহ, লায়ন দুলাল বড়ুয়া, লায়ন মাসুদ ইব্রাহিম, লায়ন ইঞ্জি জালাল, লায়ন সৈয়দ নূর জাহাঙ্গীর, সদস্য লায়ন আবসারুল হক, লায়ন বশির খান, লায়ন প্রিন্সিপাল দিদার উল্লাহ, লায়ন রিয়াদ হায়দার, লায়ন সফি উল্লাহ, পিয়ার মোঃ বাবুল, লায়ন মোঃ আলী, লায়ন আলম মাসুদ, লায়ন ফাহিমুর রহমান, লায়ন ফাহাদ আলী, লায়ন রুবেল বড়ুয়া ও লায়ন ওবাইদুল হান্নান সহ প্রমুখ।
এ ধরনের একটি সেবামূলক প্রোগ্রাম আয়োজন করতে পেরে ক্লাবের সদস্যরা অনেক উজ্জীবিত। মানুষের কল্যাণে ক্লাবের সদস্যদের নিয়মিত এই পথযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রমজানের শুরুতে শহরের দুই শতাধিক ইমাম মুয়াজ্জিন কে রমজান ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে ক্লাবের সার্ভিস প্রোগ্রাম শুরু হয়েছিল।
প্রোগ্রাম শেষে চেয়ারম্যান এবং প্রোগ্রাম সেক্রেটারি সকল ডোনারদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়া ক্লাবের এত সুশৃংখল ও পরিকল্পিত আয়োজনে শামিল হওয়ায় ক্লাবের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
মানবতার কল্যাণে কক্সবাজার লায়ন্স ক্লাব সব সময় অগ্রগামী থাকবে এমনটি সবার প্রত্যাশা করেন লায়ন ক্লাবের নেতৃবৃন্দ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০