মা পারলে মাফ করে দিও,,বলে বংশী নদীতে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি,
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর বংশী নদীতে লাফ দিয়ে বিকাশ ইসলাম (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় বংশী নদীতে লাফ দিয়ে এ আত্নহত্যার ঘটনা ঘটে।
সোমবার বেলা ১১টার দিকে নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
জানা যায়, বিকাশ ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার,বাহিরমাদি গ্রামের আমান উল্লার ছেলে। তিনি বর্তমানে সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ী এলাকার মুকসেদ আলীর বাড়ির ভাড়াটিয়া। সেখানে সে পরিবারের সাথেই থাকতেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে নিজের ফেসবুকে বাবা-মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে বংশী নদীর ওপর ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হন বিকাশ। খবর পেয়ে পরেরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
বিকাশ ফেসবুকে লিখেছিলেন, “কৃতজ্ঞতা জানাই আমার পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আমার প্রিয় মানুষটাকে। আমার কারো প্রতি কোনো ক্ষোভ রাগ অভিমান নাই। যা করেছি বাস্তবতার সাথে তাল না মেলাতে পারার জন্যই করেছি। আমি হেরে গেছি আমি ব্যর্থ। অনেক ইচ্ছা ছিল নিজে কিছু করে বাবা-মার সেবা-যত্ন করার। কিন্তু বাস্তবতা আসলেই কঠিন যা অনেকে মেনে নিতে পারে, আবার অনেকে পারেনা। আমি না পারার দলেই পড়লাম। মা পারলে মাফ করে দিও।”
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বলেন, বিকাশ ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবারের কোনো অভিযোগ না কাথায় মর্গের যাবতীয় কাজ শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কি কারণে বিকাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সেলিম রেজা।
Add Comment