মোঃ আনোয়ার হোসেন, প্যানেল এডিটর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলায় যে গণধর্ষণ ও ন্যাক্কারজনক হেনেস্তা হয়েছে-এর প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট। সংস্থার নির্বাহী প্রধান ড. মোঃ মোজাহেদুল ইসলামের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণব্যাধির বিস্তার ঘটেছে।
সংস্থার চেয়ারম্যান ড. মোঃ জিয়াউর রহমান বিবৃতিতে বলেন-কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার তনু ঘটনার মতো বিচারের বাণী যেনো নিভৃতে না কাঁদে। তিনি আরো বলেন-আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আমরা এই মানবতাবিরোধী জঘন্য ও পাশবিক ঘটনায় ধিক্কার জানাই।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার কর্মী হিসেবে আমাদেরই বোনকে এমন পৈশাচিক উন্মত্ততায় আমরা গভীরভাবে মর্মাহত, বেদনাক্লিষ্ট ও ক্ষুব্ধ। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরণিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, বিচারের দীর্ঘসূত্রিতা এবং কখনো কখনো সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণব্যাধির বিস্তার ঘটে চলেছে। আমাদের এখনই এসবের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে, নতুবা এটি অধিকতর মহামারি আকার ধারণ করবে- যা আমাদের দেশ ও জাতির জন্য দীর্ঘমেয়াদি অসহনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একইসঙ্গে আমরা ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অবসানকল্পে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।
Add Comment