মোজাম্মেল হক নাঈম, নিজেস্ব প্রতিবেদক ::
মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-সিএইচআরএম-এর প্রতিষ্ঠাকালীন সদস্য। বর্তমান সংস্থার ফেলো সদস্য এবং সংস্থার নিয়মিত দাতা জনাব মোঃ তৌহিদুল ইসলামের পিতা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা আবুল কাশেম আজ সকাল ৭.০০ টায় ইন্তিকাল করেছেন (ইন্না ল্লিাহে অইন্না ইলাহে রাজেউন)। তিনি ঢাকা সেগুন বাগিচা এবং কাকরাইল এলাকায় নিয়মিত সন্তানদের দেখভালের দায়িত্ব পালন করতেন। তবে তিনি ছিলেন ফেনী জেলা সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি। ফেনীর মানুষেরা একজন মুরব্বী হারালো!!
আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম ছিলেন-হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সন্মানীত সভাপতি। তিনি ফেনী জহিরিয়া মাসজিদের সাবেক খতিবও ছিলেন। ইয়া আল্লাহ আপনি উনাকে জান্নাতের সু-উচ্চ মাক্বাম দান করুন “আমিন”।

Add Comment