শিক্ষা

পরীক্ষার মাধ্যমেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে উপাচার্যদের (ভিসি) সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। শনিবার পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

সংগঠনের সভাপতি ও চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল ওই সভায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সমকালকে বলেন, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১