কূটনৈতিক রিপোর্টার :
বৃটেন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্র ভ্রমণে অভিন্ন সেনজেন ভিসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসছে। নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বব্যাপী সেনজেন ভিসার আবেদন ফি বাড়ছে। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা ফি ৮০ ইউরো (প্রায় ৮ হাজার টাকা) জমা দিতে হবে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের সেনজেন ভিসার জন্য ৬০ ইউরো ফি জমা দিতে হয়। সেনজেন ভিসা অথরিটির সিদ্ধান্ত মতে, নতুন নীতিমালা অনুযায়ী ভিসা শিশুদের জন্যও ভিসা ফি বাড়ছে। এতদিন বাংলাদেশি শিশুদের পরিবারের সঙ্গে ভ্রমণে ভিসা ফি ৩৫ ইউরো পরিশোধ করতে হতো। ফেব্রুয়ারি থেকে প্রতি আবেদনে ৪০ ইউরো দিতে হবে। এখন বাংলাদেশি নাগরিকরা ভ্রমণে যাওয়ার ছয় মাস আগেই ভিসা আবেদন করতে পারবেন।
আগের নিয়মে তিন মাস আগে সেনজেন ভিসার আবেদন করার সূযোগ ছিল। তাছাড়া নাবিক বা অন্য যে কোন কারণে সেনজেন বন্দরগুলোতে (পোর্টে) যাওয়ার প্রয়োজন হলে নয় মাস আগে ভিসার জন্য আবেদন করা যাবে। কতৃপক্ষ জানিয়েছে- এখন থেকে সেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে যাদের পূর্বের ভ্রমণ ভিসার রেকর্ড রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাদের ভ্রমণ উদ্দেশ্য ইতিবাচক তারা পাঁচ বছর মাল্টিপল ভিসা পেতে পারেন। এক্ষেত্রে তারা বিদ্যমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেও নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
Add Comment