মোঃ ইস্ররাফিল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট-সিএইচআরএম এর ব্যবস্থাপনায় গোপালগঞ্জের মোকসেদপুর থানার দিগনগর নূর মঞ্জিল দ্বিনীয়া মাদরাসা ও ইয়াতিমখানা বাদ জুম্মা বিভিন্ন এলাকার প্রকৃত অসহায়, বঞ্চিতদেরকে তালিকা অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল, ফেস মাকর্স ও মোজা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে এলকার সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব অধ্যক্ষ হযরত মাওলানা আবুল খায়ের, পীর সাহেব দিগনগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাধদশ সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী সংস্থার চেয়ারম্যান ড. মোঃ জিয়াউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সংস্থার নির্বাহী প্রধান মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব ড. মোজাহাদুল ইসলাম মুজাহিদ।
এ সময়ে অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিএইচআরএমের ভাইস চেয়ারম্যান সাহিত্যিক মোনালিসা মুন্নি, ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মোহাম্মদ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. আজিজ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তা এস.এম. সিব্বির আহমদ, সিএইচআরএমের ফেলো সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম. কামরুজ্জামান, গোপালগঞ্জ জেলা জেলা সমন্বয়কারী অধ্যক্ষ মাহমুদুল হাসান মহব্বত, সিএইচআরএম সিনিয়র যুগ্ম মহাসচিব ইজাব টিভির চেয়ারম্যান এম.এম. মিজানুর রহমান, সিএইচআরএম যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল করিম সাগর, নারী নেত্রী আঞ্জুমান আরা তন্নি, টাইগার নিউজের সম্পাদক ইঞ্জিনিয়ার নার্গিস সুলতানা রূমা, তথ্য বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা স্মৃতি, সিএইচআরএম নেতা জিসান আহমেদ সেলিম, আইটি সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন, ধর্ম বিষয়ক হাফেজ মোঃ আফজাল হোসেন শোয়েব, ঢাকা উত্তরের যুগ্ম সম্পাদক জান্নাতুল মাওয়া সাহানা, প্রফেসর মোঃ হাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন, এডভোকেট আমির হোসেন এবং মোঃ মিরাজুল ইসলাম প্রমূখ ।
প্রথম ধাপ : গোপালগঞ্জের মোকসেদপুর থানার দিগনগরে :
এ সময়ে ২০০ শতাধিক প্রকৃত অসহায়, বঞ্চিতদেরকে তালিকা অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল, ফেস মাকর্স ও মোজা বিতরণ করা হয়। বিতরণ শেষে ইয়াতিমদের সাথে সংস্থার সদস্যগণ দুপুরের আহার সম্পন্ন করেন।
কম্বল বিতরণের দ্বিতীয় ধাপ : ফরিদপুরের চর এলাকায় ফরিদপুর (চর মাদবদিয়া) ইউনিয়নের হাফেজ ডাঙ্গী
মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর ফরিদপুর জেলা সমন্বয়কারী প্রফেসর ডা: নিশাত চৌধুরীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত সংস্থার সকলে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বেসরকারী উন্নয়ন সংস্থা বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী, আলী আহসান তুষার, সুলতানা, হাফিজুর রহমান প্রমুখ।
এ সময়ে (বিকাল ৫.১০ ) ফরিদপুরের চর এলাকায় ফরিদপুর (চর মাদবদিয়া) ইউনিয়নের হাফেজ ডাঙ্গীতে ২শত পরিবারকে কম্বলসহ মার্কস বিতরণ করা হয়।
Add Comment