♦ নির্মম করোনা ♦
_____________________
নূরুজ্জামান সান্টু
_____________________
মরণ আমায় ডাক দিয়েছে
কে কে যাবি আয়,
‘ করোনা ‘ধরা পড়েছে আমার
বাঁচার উপায় নাই ।
দেশকে জানাই সম্মান, করি-
বিদেশের সাথে মিতালি,
চীন-আমেরিকা-স্পেন হয়ে
থাকিযে এখন ইতালি ।
প্রাণের টানে ছুটে আসি আমি
ইতালি থেকে দেশে,
কোয়ারান্টাইনের ভয়,তাই এখন
পালিয়ে বেড়াই শেষে ।
বন্ধু আমার এতোই আপন
আশ্রয় দেয় ঘরে,
তার খবরেই পুলিশ হয়তো
আমায় তাড়া করে ।
অবশেষে দেখি নিজের বাড়িতে
উড়ছে পতাকা লাল,
আমায় দেখে চোখ কপালে
সকলেযে বেসামাল ।
মা-বাবা দেখি দশহাত দূরে
আত্মীয়রা বিশহাত,
ইশারায় দেখি রুমটা দেখায়
ঠেলে দেয় মাছভাত ।
বাবারে আমরা ছিলাম ভালো
তুই কেনো এলি দেশে ?
‘করোনা’ ভাইরাস বিদেশ থেকে
নিয়ে এলি অবশেষে !
পরবর্তীতে নিয়ে গেলো দেখি
‘করোনা’ হাসপাতালে,
পিপিই ছাড়া ডাক্তার দেখে
চোখ আমার কপালে ।
আমি একা ভাবি কষ্ট নিয়ে
হাসপাতালের বেডে,
কখোনযে সে যমদূত এসে
জীবনটা নেয় কেড়ে ।
ডাক্তার আমায় চিকিৎসা দেয়
ভেবেযে আপন ছেলে,
ধর্মের বাবা,করোনা’র থাবা
কেনোইবা একা নিলে !
একদিন দেখি সেই ডাক্তার
পৃথিবীতে আর নেই,
আমারও এখন যেতে হবে,তার
দেখানোযে পথ সেই ।
প্রতি নিঃশ্বাস যেনো বছরের
প্রতিদিন শত আয়ু,
যদি বুঝতাম,কষ্ট দিয়ে সে
কিনতাম বন্দী বায়ু ।
কোয়ারেন্টাইনের বন্দীদশা
কষ্টের চেয়ে দামী,
সেই জীবনে নতুন জীবন
পেতাম খুঁজে আমি ।
আজ জীবনের শেষে এসে
হলো আমার বিশ্বাস,
‘ করোনা ‘ ছাড়াই ফেলতে পারেন
নিরমল নিঃশ্বাস ।

Add Comment