ব্যবসা বানিজ্য

১৭ বছর পর জুবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে বিএনপি’র চিঠি

প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেয়া হয়েছে। বুধবার এই চিঠি দেয়া হয়েছে।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ডা. জুবাইদা রহমান ৫ই মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন। তার ধানমন্ডি ৫ নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচলের সময় পুলিশের নিরাপত্তা চেয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এক-এগারো সরকারের সময় ডা. জুবাইদা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১