লাইফ স্টাইল

হিজড়ার অ্যাকশন, জনতার রিঅ্যাকশন

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাসে উঠে এক যাত্রীর কাছে চাঁদা দাবি করে একদল হিজড়া। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যাত্রীর অণ্ডকোষে আঘাত করেন হিজড়া। এ ঘটনাকে কেন্দ্র করে তৎক্ষণাৎ যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ যাত্রীরা অভিযুক্ত হিজড়াকে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা হিজড়াকে বিবস্ত্র করে মারধরের একপর্যায়ে দৌড়ে আত্মরক্ষা করেন তিনি। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ধাপেরহাট মহাসড়ক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Remaining Time 9:35

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বাসে রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কয়েকজন হিজড়া ওঠেন। এ সময় বাসটি সাদুল্লাপুরের ধাপেরহাট অতিক্রম করার সময় হিজড়াদের দল যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি করে। এ সময় এক যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে হিজড়া ক্ষিপ্ত হয়ে তার অণ্ডকোষে আঘাত করে। এতে যাত্রী যন্ত্রণায় ছটফট করলে অন্য যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। পরে বাসটি ধাপেরহাট বাসস্ট্যান্ডে থামানো হলে উপস্থিত যাত্রী ও স্থানীয়রা মিলে হিজড়াকে গণধোলাই দেয়।

এ ঘটনায় আনোয়ারুল ইসলামসহ একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন বাসে উঠেই হিজড়ারা জোর করে টাকা আদায় করেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এ ধরনের চাঁদাবাজি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। এ বিষয়ে ধাপেরহাট মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, হিজড়াদের নিয়ে আমরাও অতিষ্ঠ। যাত্রীরাও হেনস্তার শিকার হয়ে থাকেন। তাদের গণধোলাই দেয়াটা ঠিক হয়েছে বলে মনে করেন তিনি।

 

 

 

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০