জাতীয়

হাসিনা কি আদৌ পদত্যাগ করেছেন? কোনও প্রামাণ্য নথি নেই রাষ্ট্রপতি শাহবুদ্দিনের কাছে

শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন ৫ অগস্ট। তার পর থেকে প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন। কিন্তু হাসিনা-পুত্র জয়ের দাবি ছিল, তাঁর মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি। মাঝে সাড়ে তিন মাস পেরিয়েছে। অন্তর্বর্তী সরকারও গঠন হয়েছে। কিন্তু হাসিনা কি আদৌ পদত্যাগ করেছিলেন? সাড়ে তিন মাস পেরিয়ে এসেও সেই বিতর্কে ইতি পড়ল না। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের দাবি, হাসিনা পদত্যাগ করেছেন— এমন কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১