রেজাউল করিম সাগর, স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি অফিসে “হ্যান্ডরাইিটং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)” এর এক সভা অনুষ্ঠিত হয় ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপ-নিয়ন্ত্রক জনাব খোরশেদ আলম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যালিওগ্রাফার, আর্টিষ্ট , সফল গবেষক ও পেইন্টিং হ্যান্ডরাইটিং স্কুলের প্রতিষ্ঠা চেয়ারম্যান জনাব আনিসুর রহমান নাঈম স্যার বলেন-হাতের লেখা একটি আর্ট, পরীক্ষায় ভাল ফলাফল সহ সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে । এতে বিশেষ অতিথি ছিলেন বিইএমএস এর চেয়ারম্যান জনাব আজাদ আবুল কালাম, এ্যাডভান্সড হ্যান্ডরাইিটং স্কুল এর প্রতিষ্ঠাতা মিষ্টার দিলিপ অধিকারী।
বিশেষ আলোচক ছিলেন ইজাব টিভি’ র চেয়ারম্যান ও ক্রিয়েট হ্যান্ডরাইিটং স্কুলের প্রতিষ্ঠাতা এম. এম মিজানুর রহমান ।
সভায় আরো উপস্থিত ছিলেন, ক্যালিওগ্রাফার মোঃ সাইফল ইসলাম, পেইন্টিং হ্যান্ডরাইটিং স্কুলের ব্যাবস্থাপনা পরিচালক, এ্যাডভোকেট সাঈদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের হ্যান্ডরাইিটং প্রশিক্ষক জনাব ফরিদুল আলম নিস্তার, মোঃ আলী আযীম, আল আমিন মিয়া , মোঃ মাহামুদ উল্লাহ, গাজী আব্দুর রহমান, মো: জিয়াউর রহমান প্রমুথ।
Add Comment