খেলাধূলা শীর্ষ সংবাদ

স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের চিরবিদায়

অনলাইন ডেস্ক::

স্পিন কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন।

থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে নিজের বাগানবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ন। তার ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সাবেক এই অজি তারকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে তার বাগানবাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং মেডিকেল স্টাফদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি।’ শুক্রবার অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবর জানিয়েছে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়েছিল তার।

২৪ ঘণ্টার মধ্যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। চিরবিদায় নিয়েছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শও। গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৫ বছরের ঘটনাবহুল ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। এটি এই সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড। পাশাপাশি ১৯৪ ওয়ানডেতে তার শিকার ২৯৩ উইকেট।

১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নের। পরের বছর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলার স্বাদ পান তিনি। এরপর ঘূর্ণি জাদু দেখিয়ে কেবল তরতর করে সামনেই এগিয়ে গেছেন তিনি।

ওয়ার্নের একটি ডেলিভারিকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা বল’ বলা হয়ে থাকে। ১৯৯৩ সালের অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তার করা ওই বলটি ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। মাইক গ্যাটিংকে অবিশ্বাস্য কায়দায় বোল্ড করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯৯ সালে বিশ্বকাপ জেতার স্বাদ নেন ওয়ার্ন। ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচবার অ্যাশেজও জেতেন তিনি।

লেগ স্পিন নামক শিল্পে তিনি যোগ করেছেন আলাদা মাত্রা।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০