জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক প্রসিকিশনসহ ৩২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সুখরঞ্জন বালি এ অভিযোগ করেন।
অভিযুক্তদের মধ্যে অন্যতম আসামিরা হলেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির, ট্রাইব্যুনালের মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আউয়াল ওরফে সাইদুর রহমান।
অভিযোগ দেয়ার পর সুখরঞ্জন বালি সাংবাদিকদের বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেয়া হয়। কিন্তু ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে নিয়ে যায়। এরপর ২ মাস ১৭ দিন চোখ বেঁধে রাখে। পরে সীমান্তে নিয়ে ভারতের বিএসএফ-এর হাতে তুলে দেয় এবং সেখানে ৫ বছর জেলে ছিলাম।’
উল্লেখ্য, যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে ২০২৩ সালের ১৪ আগস্ট হাসপাতালে মারা যান।
Add Comment