জাতীয়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট

নবাব সালেহ আহমদ ::

আন্তর্জাতিক  মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ করেছে সংস্থার চেয়াম্যান এডভোকেট ড. মোঃ জিয়াউর রহমান, নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম, ভাইস চেয়াম্যান এসএস,শিব্বির আহমদ,  জনাব এডভোকেট এ.কে.এম শাহরুজ্জামান, যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহম্মদ. যুগ্ম মাহসচিব এসএস গিয়াস উদ্দিন সম্্রাট।

তারা দাবী করেছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচারের দাবি ও ক্ষতিপূরণসহ সাংবাদিকদের নিরাপত্তার প্রতিবাদ করেছে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে দেশের বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকরা প্রতিবাদ জানান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে-
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে পৌর শহরের আলফাত স্কয়ারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যার দ্রুত বিচার, নিহতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১