সমাবেশস্থলে কাঁথা-বালিশ নিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর রাত্রি যাপন
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ আজ। বন্ধ গণপরিবহন। নিষেধাজ্ঞা এসেছে লঞ্চ চলাচলেও। সমাবেশ ঠেকাতে দুদিন ধরেই খুলনায় চলছে অঘোষিত হরতাল। পাল্টা কৌশলী বিএনপি নেতাকর্মীরা। সব বাধা উপেক্ষা করে একদিন আগেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার নেতাকর্মী। কেউ এসেছেন ট্রেনে, কেউ এসেছেন বালুবাহী ভলগেটে, এসেছেন অটোরিকশা, সিএনজি, ভ্যানে। কেউ এসেছেন অর্ধশত কিলোমিটার হেঁটে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে শহরের ডাকবাংলা এলাকায়। মিছিল ও শোডাউন শেষে কাঁথা-বালিশ নিয়ে সড়কের ওপর বিছানা করে রাত্রি যাপন করেন তারা।
অনেকে বিভিন্ন অলিগলির ফুটপাত ও মার্কেটের নিচে বিছানা করে ঘুমাতে দেখা গেছে। এছাড়া রাস্তায় অবস্থান নেয়া নেতাকর্মীরা মাদূুর, পেপারে বিছানা করে রাত কাটান।
রাত পোহানোর সঙ্গে সঙ্গে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে বিএনপির সমাবেশে আসা মানুষের চাপ।

আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসছে। এমপি মন্ত্রীদের পো পো করে পাজারু চালানো, আর ১৫ বছর পর মানুষকে ইলেকট্রিক বিল দ্বিগুন করে লোডশেডিং উপহার দেয়া, দ্রব্যমূলের দাম বাড়িয়ে বেহেস্তে আছি বলা, উন্নয়নের নাম করে দেশকে সংকটে ফেলা ! এগুলোর বিচার হবে।
Add Comment