মোঃ ইস্ররাফিল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তাগণ বলেন-আমরা গর্বিত আমরা মায়ের ভাষা রক্ষার জন্য রক্ত দিয়েছি। আমরা বীর বাঙ্গালী, আমরা বিশ্বাস করি আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে মাতৃভাষা খোদার সেরা দান।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-সিএইচআরএম ও রোজ ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী মহান ভাষা শহীদের রূহের মাগফিরাতের জন্য শতাব্দীর ভয়াবহতম দুর্যোগ কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংস্থার ভাইস চেয়ারম্যান এ.এস.এম মাহফুজার রহমানের সভাপতিত্বে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. মোহামদ সেলিম ভূইয়া। দিনব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমে শতাধিক সাধারণ খেটেখাওয়া মানুষ রিক্সাওয়ালা, বাড়ীর দারোয়ান, চা-বিক্রেতা, পান বিক্রেতাকে সংস্থার কর্মীগণ আহবান করে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংস্থার নির্বাহী প্রধান মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব ড. মোজাহাদুল ইসলাম মুজাহিদ, সিএইচআরএমের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, সংস্থান আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. আজিজ, সিএইচআরএম সিনিয়র যুগ্ম মহাসচিব ইজাব টিভির চেয়ারম্যান এম.এম. মিজানুর রহমান, সিএইচআরএম যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল করিম সাগর, ঢাকা উত্তরের ভাইস চেয়ারম্যান মোঃ শামীম হোসেন, নারী নেত্রী আঞ্জুমান আরা তন্নি, টাইগার নিউজের সম্পাদক ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা রূমা, তথ্য বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা স্মৃতি, সিএইচআরএম নেতা সৈয়দ রাজু, আইটি সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন, ঢাকা দক্ষিণ ও উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ ।
সংস্থার সদস্য সংগ্রহ মাস হিসেবে অদ্য ২১শে ফেব্রয়ারী থেকে ২০ মার্চ পর্যন্ত এবং সংস্থার সব্বোর্চ নীতিনিধারণী ফোরামের পক্ষ থেকে সামগ্রিক দকার্যক্রম দেখভালের জন্য ১৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সম্মানিত সদস্যগণের নামরে তালিকা নিম্নরূপ :
১. ড. মোঃ জিয়াউর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ২. আফরোজা সুলতানা, ৩. এ.এসএম মাহফুজার রহমান, ৪. মোঃ আনোয়ার হোসেন , ৫. এম.এম মিজানুর রহমান, ৬. জাহিদ খন্দকার, ৭. নবাব সালেহ আহমদ, ৮. শারমিন সুলতানা রূমা, ৯. মোহাম্মদ ইসলাম, ১০. আনজুমান আরা ত্বন্নী, ১১. রাজিয়া সুলতানা স্মৃতি, ১২.সায়েদুল আলম, ১৩. পারভীন আক্তার, ১৪. মেজবাহ চৌধুরী, ১৫. মোঃ ইসরাফিল হোসেন আকন, ১৬. একেএম কামরুজ্জামান, ১৭. এস.কে পাল, ১৮. এস.এম. শিব্বীর আহমদ, ১৯. এডভোকেট আবুল কালাম আযাদ স্বাধীন।।
Add Comment