মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বঙ্গবীর জেনারেল ওসমানী স্বর্ন পদক পেলেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন।
পিএইচডি গবেষক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন তালুকদার ইতোপূর্বে মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-শ্রেষ্ট মানবাধিকার কর্মী হিসেবে ২০১৯-২০২০ মনোনীত হয়েছিলেন।
তিনি বর্তমান হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরাসরি ভূমিকা রাখেন। তিনি ৬(ছয়)টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। ১) বরিশাল জেলার বানরীপাড়া থানাধীন হালিমা খাতুন সিনিয়র মাদরাসা, ২) বাগেরহাটের রামপাল থানাধীন বর্ণি-ছায়রাবাদ পীর কালিমুল্লাহ সিদ্দিকী (রহঃ) মাদারসা, ৩) হযরত রাবেয়া বসরী (রহঃ) মহিলা মাদরাসা, ৪) পোর্টিকেল বাড়ী দাখিল মাদরাসা, ৫) সুনামগঞ্জের আল ইখওয়ান বালিকা দাখিল মাদরাসা, ৬) পিরোজপুর জেলার নেছারাবাদ থানার পূর্বআকলম দাখিল মাদরাসা ।
বর্তমানে তিনি আমন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জনকল্যাণ পর্যবেক্ষণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
Add Comment