স্বাস্থ্য ও জন সচেতনা

শনিবারে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের নতুন রেকর্ড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) খবরে বলা হয় শনিবার সর্বমোট ৩ লাখ ৯২ হাজার ৪৭১ জন নতুন করে কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। মহামারিটি শুরুর পর থেকে একদিনের সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এতে করে বিশ্বব্যাপী সংক্রমণের মোট সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ২৫৯ জনে দাঁড়ালো।

ডাব্লিউএইচও’র এক হিসাব অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে। সেখানে মোট ৬৩ হাজার ৪৪ জন নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। শনিবার পর্যন্ত, সেখানে মোট ৭৮ লাখ ৯৬ হাজার ৮৯৫ জন নতুন সংক্রমণ নিবন্ধিত হয়েছে, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ।

এদিকে, পরিসংখ্যানটিতে দেখা গেছে, শনিবার ভারতে ৬২ হাজার ২১২ জন নতুন সংক্রমিত হয়েছেন, যা বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ বৃদ্ধি। এতে করে শনিবার পর্যন্ত দেশটির মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০জন।

এ ছাড়া ডাব্লিউএইচও জানিয়েছে যে, শনিবার পর্যন্ত এ ভাইরাস সংক্রমণে মোট ১১ লাখ ১ হাজার ২৯৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০