শীর্ষ সংবাদ

‘রোহিঙ্গা সমস্যার সমাধানে ঢাকার পাশেই’, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস যাচ্ছেন বাংলাদেশ সফরে

ইসরাক ইসলাম জুঁই (মানবাধিকার সাংবাদিক) ::

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস চিঠি লিখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের পাশেই থাকবে, জানিয়েছেন তিনি। আগামী ১৩ মার্চ গুতেরেসের বাংলাদেশে আসার কথা। তিন দিনের সফরে একাধিক বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন।

 

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে পরিবর্তনের প্রক্রিয়া চলছে, রাষ্ট্রপুঞ্জ তা সমর্থন করে। এ ছাড়া, বাংলাদেশের উপর রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং তা নিয়ে ইউনূসের উদ্বেগের সঙ্গেও সহমত হয়েছেন গুতেরেস। তিনি জানিয়েছেন, মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সেখানকার রাজনৈতিক সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং মায়ানমারে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের কর্মীদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যাটিকে রাষ্ট্রপুঞ্জ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছে, চিঠিতে জানিয়েছেন গুতেরেস।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০